০৪ গোষ্ঠী

ড্রিস আর আলেক্সার জীবনের এক লুকায়িত সত্য সামনে এল মার্ক ও কিমের। আলডেবরানের প্রশাসনের সঙ্গে কেন ওদের সংঘাত? কি চলছে আলডেবরানে? এসব রহস্যের উপর থেকে আস্তে আস্তে পর্দা উঠতে লেগেছে। ওদিকে গুয়েন আর লিং লী সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়োছে ধীরে ধীরে। প্যাড যে এইসবের মধ্যে যেসব খেল দেখিয়ে যাচ্ছে, তাতে সন্দেহ নেই যে এক ঝানু বিপ্লবী। দেখাই যাক না এরপর আরও কী সত্য সামনে আসে!
15th July, 2021 4:16 PM
Comments
No Comments!